স্বার্থের লাগি মানুষের হায়
দস্যুর মত আচরণ,
হেথা হোথা রক্ত ঝরায়
কাগজে পাই বিবরণ।
ক্ষমতাধর – দেখায় দাপট
মানুষ কত কষ্ট পায় !
যাদের আছে অর্থ সম্পদ
তারা আরো বেশি চায়।
দেশ-মাতৃকা জ্বলে জ্বলুক
কষ্টে মরুক মানুষ সব,
তাতে তাদের পরোয়া নেই
কমে নাকো উল্লাস রব।
যারা আজকে করতে পারে
জুলুমবাজি, চাঁদাবাজ,
তাদের যেন সম্পথ পাহাড়
চলে এখন তাদের রাজ।
বিমল চিত্তের মানুষের আর
বাঁচার সুযোগ নেই দেশে,
যাবে ভেসে নির্মম শোকে
অচিনপুরের ওই দেশে।