পাহাড় আমি শুধু তোমায় চাই
আমি আর কাউকে চাই না যদি তোমায় পেয়ে যাই।
এ বিশ্বজগতে আমি তোমায় ছাড়া আর কাউকে দিইনি মন
তোমার প্রতি আমার এ অনুরাগ
তোমার প্রতি আমার এ টান
এর পিছনে কারণ আছে অজুত অজুত কোটি কোটি…..
কত আর বলবো?
যদি বলা শুরু করি শুনতে শুনতে শুনতে শুনতে তুমি পাগল হয়ে যাবে
কিন্তু আমি চাইনা আমার জন্য তুমি পাগল হও
বরং তোমার জন্য আমি পাগল হতেই পারি।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫/৪/২০২৪