আমি তোমায় কেন ভালোবাসছি না জানো?
কারণ আমি যদি তোমায় ভালোবাসি
আমি আমার সব ভালোবাসা তোমায় দিয়েই ভালোবাসব
আর তারপরে নিজে ভালোবাসা শুন্য হয়ে মারা যাব।
আমার ভালোবাসার নিয়ম হল আমি যদি কাউকে ভালোবাসতে চাই
তাকে আমি আমার সব ভালোবাসা দিয়েই ভালোবাসতে চাই,
আর শুনেছি ভালোবাসা ছাড়া কেউ বাঁচতে পারে না
তাই তো আমি কাউকেই ভালোবাসতে পারি নি।
তাই তোমাকেও পারব না ভালোবাসতে।
—– অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭/৩/২০২৪
বারুইপুর