মা কালী তুমি আমার অক্সিজেন
তুমি বিনা আমি বাঁচব কীভাবে?
মা কালী তুমি আমার দুটি চোখ
তুমি বিনা আমি দেখব কীভাবে?
মা কালী তুমি আমার হৃৎপিণ্ড
তুমি বিনা আমার দেহ অসম্পূর্ণ।
মা কালী তুমি আমার সঙ্গীতের সাত সুর
তুমি বিনা আমি গাইব কীভাবে?
মা কালী তুমি আমার পিতা-মাতা
তুমি বিনা আমার জীবন শূন্য।
মা কালী তুমি আমার প্রাণ
তুমি বিনা আমি মৃত।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯/২/২০২৪