চাওয়া পাওয়া

আমাদের জীবনে শেষ হয় না চাওয়া
একটা চাওয়া মিটলে আরেকটা চাওয়ার প্রতি বাড়ে ইচ্ছা।

আমাদের জীবনে শুধু চাওয়া আর চাওয়া
একটা চাওয়া মিটলেও শেষ হয় না চাওয়া।

শুধু চেয়ে চেয়েই আমাদের জীবন যায় শেষ হয়ে
একটা চাওয়া মিটলে তা নিয়ে আনন্দ করার সময় থাকে না—- পরবর্তী চাওয়ার প্রতি লোভ বাড়ে।

যত চাইব তত চাওয়ার বাসনা বাড়বে
যত পাব তত পাওয়ার বাসনা বাড়বে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

0.00 avg. rating (0% score) - 0 votes