আমি আজও তোমায় বলতে পারলাম না ভালোবাসি

আমি আজও তোমায় বলতে পারলাম না ভালোবাসি।
আমি ব্যর্থ
আমার ভালোবাসা ব্যর্থ।
যে ভালোবাসা আশয়ের কথা জানাতে পারে না
সে ভালোবাসা কি ভালোবাসা?
যে ভালোবাসা লজ্জায় মাথা তুলতে পারে না
সে ভালোবাসা কি ভালোবাসা?
যে ভালোবাসা এতই ভীত
সে ভালোবাসা কি ভালোবাসা?
যে ভালোবাসা শুধু আড়ালে থাকতে চায়
প্রকাশ্যে আসতে চায় না
সে ভালোবাসা কি ভালোবাসা?
যে ভালোবাসা শুধু লুকিয়ে বাঁচতে চায়
সে ভালোবাসা কি ভালোবাসা?
যে ভালোবাসা স্বাধীনভাবে প্রকাশ পেতে পারে না
সে ভালোবাসা কি ভালোবাসা?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২/২/২০২৪

0.00 avg. rating (0% score) - 0 votes