আমার দুঃখ

কেউ কোনোদিন আমার প্রিয়া হয়নি।
কেউ কোনোদিন আমার শোক-তাপ বোঝেনি।
কেউ কোনোদিন আমার দু’চোখের কাছে এসে দেখেনি কেন দু’চোখের কোল অসম্ভব রকম কালো।
কেউ কোনোদিন আমায় তার বাকি জীবনের সঙ্গী হবার কথা বলেনি।
কোনো নারী কন্ঠ কোনোদিন আমার কন্ঠের সাথে সুর মেলায়নি।
কেউ কোনোদিন আমার দুঃখ রাতের দুঃখ মোছায়নি।
কেউ কোনোদিন আমার ব্যথিত হৃদয়ের ব্যথা সারায়নি।
কেউ কোনোদিন আমার দেহে প্রেমের শিহরণ জাগায়নি।
কেউ কোনোদিন আমার বুকে মাথা রেখে আমার অন্তরের কষ্ট বোঝেনি।
কেউ কোনোদিন আমায় বলেনি দেখো আমরা একদিন একসাথে ইহলোক ত্যাগ ক’রবো।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৩/২/২০২৪

0.00 avg. rating (0% score) - 0 votes