তবুও ভালোবাসা

তবুও ভালোবাসা
-জিহাদ আমিন

ভালোবাসা বেড়ে গিয়েছে ভীষণ জগতের প্রতি
স্বাধীন ভাবে তেমন কিছুই করা হলো না
এমনটা ভেবে ভেবেই নিজের যত করে চলেছি ক্ষতি
জানি না এমনি চলতে থাকলে কি হবে শেষ পরিণতি!
কেন এত প্রয়োজন কার জন্য এত এত আয়োজন
লোকে যদি উপহাস না করতো জীবনটা কতোই’না সহজ হতো।

ধরণীর নেশার ঘোর কাটেনি বলে হয়নি ভোর
সূর্যের আলোতেও ছিল যেন মন অন্ধকার
জীবন হতে সরে গিয়াছি দূর বহু দূর
বড়ই কঠিন হইয়া পড়িয়াছে জীবনের পারাপার
আত্মগোপনে নির্জনে এককী শুনি ভিতরের চিৎকার।

এমনি করে ভুলে গেলে তুমি তাহারে
পাশে পাশে ছিল যে তোমার!
সেই সময় হয়তো ফিরে আবারো আসবে
হাসবে না রৌদ্রতপ্ত সময় মুক্তঝরা দুপুর
চৈত্রের খরায় জল শূন্য হবে মন-পুকুর,
বিরহরে করুণ বিরহী সুর নিরবে প্রাণেতে বাজবে
সে ছিল অতিব প্রিয় দু’চোখ অত্রু ঝরায়ে কাঁদিবে।

কোথায় গেলে বলো পাবো আমি তারে
এখনো যে কত আবদার আমার রয়ে গেছে বাকী,
একটু শান্তির ঘুম দিতে চাই মাথা রেখে তাহার কোলে
এই জনমে বুঝি আর দেখা হবে না ফিরে
হবে না কোনদিনও আর জীবন থেকে হারিয়ে যাওয়া সুখের শূন্যস্থান পূরণ।

হে প্রাণ তারে আমি কি বলি যে ঘ্রাণে মুগ্ধ হই
তাহারে জানতে বুঝিতে পড়েছিলাম না জানি কত বই!
কেমন হবে তাহার অনূভুতি মনের ভাষা
চন্দ্র নক্ষত্রের সাথে যে রূপের হইতো অভিমান
হয় যদি তাহার সাথে নিজে কিছুটা বেমানান,
দেখে অলিক স্বপ্নের আবছায়া মোহময় আশা
আসিবে না আর এমন করে তবুও ভালোবাসা।।

0.00 avg. rating (0% score) - 0 votes