শূন্যতা

শূন্যতা
-জিহাদ আমিন

শুনো একদিন ছিল আমারও সবকিছু
হারিয়েছি আমি বহুকিছু পাড়ি দিয়েছি অনেক পথ
এই চলার পথে পেয়েছিলাম কিছু বিশ্বাসঘাতক
আমার সহজ সরল জীবনটাকেও বানিয়েছিল নরক।

যে ছিল গতকাল সেও নেই আজ আর আমার জীবনে
প্রেমের ছায়ায় অচেনা অজানা মায়ায়
আঁকড়ে রেখেছি আমি হৃদয়ের ভুবনে,
কেউ ভুলে যায়,কেউ চিরদিনের জন্য ছেড়ে চলে যায়
সেও ফিরবেনা কোনদিন আর এমন খবরও পাওয়া যায়।

প্রতিদিনই শুনি কারো না কারো মৃত্যুর খবর
উপরে গজাইয়াছে ঘাস পুরানো হয়েছে কিছু কবর,
কেউ ছিল আমার প্রিয়জন কেউ’বা আত্নীয়ও স্বজন
একদিন এরাই’তো ছিল আমার পৃথিবী আপন ভুবন।

নেই আর আগের মত আমার সেই প্রিয় গ্রাম
পরিবর্তন হয়েছে অনেকেই অনেক কিছু
কাঁচা মাটির রাস্তা হয়েছে পাকা
বর্ষায় থৈ থৈ পানি,চোখে পড়ে না অহরহ বাঁশের সাঁকো,
চারপাশে কত ছিল খালি জমি খেলার মাঠ
সবই আজ পরিপূর্ণ দখলে হয়েছে বাড়ি ঘর পথঘাট।

একদিন আমারও একটি ছোট সুখের সংসার ছিল
ছিল ছোট ছোট সুখ দুঃখ নিজেদের মতন,
মায়ের আদর কত শত আবদার হাসি মুখে সব মেনে নেওয়া
আঁচল ধরে ঘুরে বেড়ানো সারাটা বাড়ি অমিয় মায়ার ছায়া।।

0.00 avg. rating (0% score) - 0 votes