ভবঘুরে

ভবঘুরে
-জিহাদ আমিন

কত শত ভাবনা,কিছু ছেড়ে যায় কিছু থেকে যায়
প্রেম বিরহে পরিণয়ে কখনো হাসায় কাঁদায়!
সে কি দুঃখ-সে কি সুখ
তুমি আমি দু’জনায় পরিপূর্ণ ভালোবাসায় এক বুক।

এমনও সন্ধায় দুই জনের দু’টি রাজ্যে বসতি
প্রেম বিরহের এই কেমন নীতি!
একই ছাদের নিচে থেকেও তবও শত সহস্র মাইল দূরে
প্রেমিক আমি আর প্রেমিকা তুমি তুবও যে ভবঘুরে,
সে কি চায় মন দু’জনার দু’টি হাত এক সাথে
এক সঙ্গে কাটাই এই রাতে
চাঁদ তারায় পরিপূর্ণ মাথার উপর মোহিত গগন।

কোথায় রইয়াছো তুমি?আছো কোন সুখে?
তোমার অপেক্ষায় সময় যেন আমার পার হতেই চায় না,
কবে দেখা হবে হে প্রিয়?
কবে হবে ফিরে দু’জনাতে পরিণয়?
হবে ভালোবাসায় কিছু মধুর কথার বিনিময়।

নিজেকে প্রতি ভালোবাসার কিছুই নেই
সামান্য একটু সহানুভূতি ছাড়া
অভাব সংসার জীবন আনন্দ অনুভূতিকে পিছনে ফেলে
জীবন সংগ্রামে বাঁচিবার তরে অদৃশ্য শক্তি করে তাড়া।

ইচ্ছে ছিল মনে তাকে খুব বেশি ভালোবাসার
আমি কখনোই তাহার উপযুক্ত হতে পারিনি,
মরেছে নিরবে এমন প্রেম মনের গভীরে
কত বার ভেড়াতে চেয়েছি নোঙ্গর তীরে পৌঁছে ডুবে যায় তরী।

সকল সুখে অন্যের তরে দিয়েছি বিসর্জন
যাতনা দিয়াছে যে ভোগ করেছে সেইজন
একমাত্র ধৈর্য শুধু এইটুকুই আমার অর্জন,
লোকের দেওয়া কলঙ্কের বোঝাই যাহার অলংকার
এই রাত কোনদিনও পুরাবে না
অন্ধকারেই জীবন হয়েছে তাহার বসবাস!!

0.00 avg. rating (0% score) - 0 votes