নিঃশ্বাসের বিশ্বাস
-জিহাদ আমিন
যেখানে যেথায় যতদূর যায় বারে বারে ফিরে ফিরে চায়
ওইতো বুঝি কে ডাকিলো আমায়,
সে ছিলো মোর হৃদয়ও প্রাণেতে মিশে
হয়েছে দেহ লীল এমন প্রেমময় বিষে।
এই জীবনের সকল চাবিকাঠি অন্যের হাতে
কথা দিয়েও মাঝ পথে ছেড়ে দেয় চলিবে বলে এক সাথে!
আমি তার সে কখনোই আমার নয়
সে চলে আগে আগে আমি পড়ে রই তাহার পিছনও পিছে।
বন্দি এই প্রাণ দেহ বিকাশের হয়েছে বিনাশ
সময় হাওয়া দেয়নি বলে তাহার সঙ্গ
নীরসতা জলের শূন্যতায় শুকিয়েছে সারা অঙ্গ
ঝড়ের কবলে মরুর উদ্যানে জীবনের হয়েছে নাশ!
কে জানি ডেকে ডেকে সবারে কহিলো
উঠিলো আজি নতুন রবি,ভুলে যাও যত দুঃখ সবি
জগৎ আলোকিত করতে হয়েছে এক নতুন অতিথির আগমন
সুন্দর সজ্জিত সাজে সাজিলো এই বিশ্ব ভুবন।
কি ভাব জাগ্রত করিলে তুমি হে হৃদয়
যাহাতে ঘুরিয়াছে পিছনও পিছে বিশ্ব জগৎময়,
নীল নীলিমা যখন ধরা ছোঁয়ার বাহিরে
দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিশ্বাস জাগে প্রাণে,
মরুর উদ্যানে উত্তপ্ত বালিতে ফুটিলো সুগন্ধি ফুল
দেখিতে এক নজর হৃদয় হইলো ব্যাকুল
স্বর্গের সুখ এসে ধরণীর দু’পায়ে পড়িলো লুটায়ে।।