অন্তরালে

অন্তরালে
-জিহাদ আমিন

অবেলায় কে করিলে তুমি হে এমন অবহেলা?
জীবন এমনিতেই কাটে যাহার হেলায়
সে তো নিজের ঠিকানা সঠিক জানে না
মনে পড়ে না কে বলিল কিছু কোন বেলায়!

দুঃখ না পেলে নিজেকে ছিনিবে কেমন করে
কে বা এমন জনমে বসত করিতে চায় এই ঘরে
পোড়া কপাল এমন জীবনের জন্যও কেউ মরে
ধরণীর জন্য মায়া বাড়লেই নিজেরে যায় ভুলে!

কোথায় হারাইছে অতীত কোথায় হারিয়েছো তুমি
এই জীবনের সব কিছু মিথ্যে এর চেয়েও ভালো ছিল মৃত্যু,
আমি চাইনি’তো এমন এক জীবন
এখানে হয় মৃত্যুর আগেই স্বপ্নের মরণ!

পাহাড় সমান অভিযোগ দাঁড় করিয়েছি নিজের বিরুদ্ধে
আমার শত্রু অন্য কেউ নয় আমি নিজেই
অপরাধ আমার কঠিন গুরুতর শুলনে বুক কাঁপে থরথর
এমন অপরাধের সাজা হয় যেন ফাঁসি
কোনই শুভাকাঙ্খী চাই না নিজের পক্ষে!

দায়িত্ব ভাটা পড়েছে লোক চক্ষুর অন্তরালে
বুঝছো কি এখনো কি তুমি হারালে?
একটু দায়িত্ব আদর মমতাই ছিল যথেষ্ট
ঝরেছে দু’চোখের জল পেয়েছে সে কি কষ্ট
চাইলেই তো পাইতে এখন সবকিছু হাত বাড়ালে।।

0.00 avg. rating (0% score) - 0 votes