গোবিন্দের কাছে প্রশ্ন

হে গোবিন্দ, কত রূপ দিয়ে তুমি সাজালে রাধাকে
রাধাকে দেখলে চোখ সরে না যে।
বলো, কী জাদু আছে তার রূপে?

হে গোবিন্দ, চোখের সামনে রাধাকে দেখি তবু সে কত দূরে
বন্দী আমরা মায়ার বাঁধনে।
বলো, কবে রাধার স্বর পাবো শুনতে?

হে গোবিন্দ, তুমি শুধুই খেলাও আমাদের
আমরা খেলি একগাল হেসে চোখে জল নিয়ে।
তুমি তো মনের কথা বোঝো তাহলে বলো,
আমাদের নিয়ে যাবে না রাধার কাছে?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৪/১১/২০২৩

0.00 avg. rating (0% score) - 0 votes