মা কালীর কবিতা

তোর প্রতিমা দিয়েছি জলে
আর যে ঘরে থাকতে পারি না,
ক্ষতস্থানে সূঁচ বেঁধার মতো
শূন্য ঘর আমায় ব্যথা দেয় মা।

আমার তো শক্তি নেই
তোর প্রতিমা ধরে রাখার,
তুই যদি আমায় বেঁধে রাখিস সারাক্ষণ
আমার কান্না পুষ্পবৃষ্টি হয়ে ঝরবে তখন।

আবার কবে আসবি মা?
অত দিন গুনতে মন চায় না।
চলে যা না আমায় নিয়ে
শিবলোকে তোর কাছে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/১১/২০২৩

0.00 avg. rating (0% score) - 0 votes