তোমার পায়ের নূপুর হবো
দুলবো পায়ে দিবস যামী।
তোমার চলায় তুলব ধ্বনি
ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম।
আমায় রাখবে যখন তোমার পায়ে
পাবো পরশ ও কোমল পায়ের।
পরবে যখন আলতা পায়ে
থাকবো মেখে তারই সাথে।
যখন চলবে তুমি
তোমার পায়ের ধুলোয় ভরবে আমার দেহ,
কখনও লাগবে তাতে কাঁটা,
তবুও থাকবে না কোনো দুঃখ-
এই জেনে যে, রয়েছি তোমার পায়ে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৫ই মে,২০২৩,রাত, বারুইপুর