অনুতাপ

অনুতাপ
-জিহাদ আমিন

বেলা ফুরিয়ে যাচ্ছে হে জীবন তোমার
মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে
ন্যায় নৈতিকতা তোমার চোখের সামনেই ধুকে ধুকে মরছে!
বিচারের কাঠগড়ায় তোমাকেও দাঁড়াতে হবে একদিন
এখনই সকল অভিযোগ গঠন করো নিজের বিরুদ্ধে
শক্তি শক্ত সবল ছিলে তুমি তবুও লড়নি সত্য মুক্তির যুদ্ধে!

চাপা পড়েছে সকল আলো আজ আঁধারে
চারিদিকে শুনি মিথ্যার সয়লাব অজস্র হাজারে হাজারে
বাদ যাওনি তুমি নিজেও রয়েছো একই কাতারে!
হাসি মুখে মেনে নাও ছাপিয়ে দেওয়া সকল অন্যায় অত্যাচার
কান পেতে শুনো ওরা করছে কেমন মিথ্যাচার
কি করে করবে প্রতিবাদ তুমিও যে ছিলে তাদের ওই মিছিলে!!

0.00 avg. rating (0% score) - 0 votes