সফলতার ফাঁদ
-জিহাদ আমিন
এক জীবনের আফসোস কি শেষ হবে?
হারিয়ে যাওয়া অতীত,হারিয়ে যাওয়া মানুষ
জীবনের নামে নিজের প্রতি দিই সব দোষ
পূর্ণতা শূন্যের কোঠায় ফিরে এসেছে তবে!
সমান তালে চলতে এত এত দৌড়
জীবনের আকাশে ঢাকা কালো মেঘের ছায়া
আরেকটু যদি ভালো হতো তাহার প্রতি এতোখানি মায়া!
ঘোর ঘন কালো অন্ধকার পেরিয়েও তবুও হয়না যেন ভোর।
বুঝিবে না তবুও শান্তি রহিয়াছে তব কিসে
এপাড়ে দাঁড়িয়ে দেখি ওপাড়ে না জানি কত কতক সুখ
আশায় আশায় মিছে মরীচিকার স্বপ্ন বাধিয়াছি এক বুক
নিজেরি অজান্তে ছেয়ে গেছে প্রতিটি রক্ত কণিকায় বিষে।
সফলতা তোমার এই পথের বলো শেষ কোথায়?
ধনদৌলত,অর্থ-সম্পদ,উচ্চ শিক্ষা নাকি বিলাসী জীবন?
ছেড়েছে আপন ভূমি,এক সময় যাহারে দিয়েছিল চুমি
সব কিছুই যেন হয়েছে পর একটু সুখেরি আশায়!
কেন মিছে প্রাপ্তির ধোকায় এত এত প্রাণ করছো নাশ?
যেইজন পেয়েছে সব-তাহারও যে হয়েছে বিদায়।।