ক্ষমা করো আমায়

ক্ষমা করো আমায়
-জিহাদ আমিন

গভীর রজনী নিস্তব্ধ এই পৃথিবীর কোলাহল
তোমার দরজায় কড়া নাড়িয়াছি হে প্রভু
ফেলে দু’ফোটা চোখের জল।

এ প্রাণে কম্পিত হয় মোর তোমারি ভয়
ডাকি গো তোমায় করিয়া বিনয়
ক্ষমা করো আমায় হে প্রভু তুমি অসীম দয়াময়।

কাউরে রেখেছো হতাশায়
কাউকে দেখাইয়াছো স্বপ্ন বাঁচার আশায়,
তব মোরে রেখেছো এই ধরণীর পরীক্ষায়
চাই সুখ রহমত দয়া হাত পেতে ভিক্ষা তোমারি দরজায়।

যেন বাগিচায় ফুটেছে ফুল পাতা ঝরা গাছ
বন্ধ হবে এ প্রাণের নিঃশ্বাস,
কবর প্রহর গুনছে রয়ে আমার অপেক্ষায়
তৈরি হইয়া সাজাইয়াছে মাঝ পথের বাসস্থান,
অতি সহসাই হবে তাহারই পরিবর্তন
শেষ বিচারের কাঠগড়ায় আমি-গ্রহন করিবে তুমি সিংহাসন।।

0.00 avg. rating (0% score) - 0 votes