বীরাঙ্গনা নারী

বীরাঙ্গনা নারী
-জিহাদ আমিন

আমায় মারিবার কি বা প্রয়োজন
আমি তো এমনিতেই মরে যাবো,
দোহাই লাগে আমায় তাড়িয়ে দিও না
শুধু একবার মন থেকে বলে দেখো
আমি তোমার সীমানা ছাড়িয়া দূরে সরে যাবো!

যে ভালোবাসায় খুঁজে পেয়েছিল হৃদয় পূর্ণতা
হোক না পাড়ি দিই একাকী পরপারে
হবেনা সেথায়ও হৃদয়ে তোমার শূন্যতা,
আমি একবার দেখি বার বার দেখি,দেখি তোমারি মুখ
কত অপেক্ষা কাঁটাতারের পথ পেরিয়ে পেয়েছি এমন সুখ।

দেখিতে গিয়াছি তোমায় বহুবার
না দেখেই আমি ফিরে ফিরে এসেছি
মনে মনে তোমার ছবি কল্পনায় কত কথা গেঁথেছি,
তুমি ছিলে নীল সমুদ্রের স্রোতের ওপারে
মনে ভীষণ ভয় হতো এই বুঝি দেখা না হয়েই যাবে হারায়ে!

মাথায় আউলা চুল তোমার গালে খোঁচা খোঁচা দাড়ি
দাঁড়িয়ে ছিলাম অপেক্ষায় পরনে সাদা শাড়ি,
আমি জানিনা কোথায় আমার নিজের বাড়ি
হার মেনেছে ভালোবাসা তাই নিজের সাথেই ধরেছি আড়ি
ঘর ভাঙ্গার বেদনায় কাতর এক বীরাঙ্গনা নারী।।

0.00 avg. rating (0% score) - 0 votes