বিশ্বাস
-জিহাদ আমিন
আমি বিশ্বাস করি
আল্লাহ যাহা আমার তকদীরে লিখে রেখেছেন
আমার তাই হবে,
এমন কোন হাত নেই-এমন কোন শক্তি নেই
যখন মনে চাইলো যেমনি খুশি
তাহা পরিবর্তন করিবার।
ভাবতে ভাবতে আমি হই কবি
মনে পড়ে অতীত বর্তমান সবই
ও আমার মন ভুলে যাও-তোমার মনের সকল দাবী,
সাক্ষী তিনি মাবুদ এক আল্লাহ
অতীত বর্তমান ভবিষ্যৎ তার হাতেই সকল কিছুর চাবিকাঠি।
আমার ভাবনা চিন্তা শক্তি
সকল কিছুই আল্লাহর সিদ্ধান্তের উপর আমি ন্যাস্ত করিয়াছি,
এখন আর কোন ভাবনা নেই
ভাবতে হয়না এমনটাও-আমি বেঁচে আছি নাকি মরিয়াছি।।