মন্ত্রী মশাই

মন্ত্রী মশাই
    -জিহাদ আমিন

মন্ত্রী মশাই দেশও জনগনের স্বার্থে
করিলেন তিনি এক মহান শপথ,
দেশ রক্ষার্থে যে করেই হোক আসুক যতই বিপদ
টিকিয়ে রাখিবেই সে নিজ ক্ষমতার আসন,
সত্য মিথ্যার ভেদাভেদ ভুলে জনতার মঞ্চে
দিয়ে বেড়ান তিনি বড় বড় ভাষণ।

জনগন বলিতে লাগিল-
ছেড়ে দাও তরী মন্ত্রী উঠাও এবার পাল,
মন্ত্রী মশাই বলিয়া উঠিল-
আমি ছাড়া কে ধরিবে এই দেশের হাল,
আমি না করিলে কে করিবে-
সকল বিপদ আপদ থেকে আর উদ্ধার এই দেশ?
তখন সকলে বলিল-
বাহবা মন্ত্রী বাহবা বাহবা বেশ।

মন্ত্রী মশাই আছেন ভীষণ ভয়ে
তাহার যদি কিছু হয়ে যায়
কিন্তু শেষে এই দেশের বলো হইবে কি? 
বাঁচাটা আমার অতি দরকার
আমরাইতো এই দেশের সরকার
আমার কিছু হয়ে যায় যদি
কি হবে পরে এই দেশের গরীব সাধারণ জনতার!

মন্ত্রী মশাইয়ের ছেলে বিদেশে থাকে
একেলা একা তার জীবন বাঁচে,
সকলে জানেন পড়ালেখা করে সে
হবে একজন বড় ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার,
অবশেষে এক দিন সন্ধান মিলে
বানায় সেথায় বাড়ি গাড়ি আরো আছে কত শত অবৈধ কারবার
আসলে সেও একজন মস্ত বড় বাটপার!

মন্ত্রী মশাই একদিন হঠাৎ করে
কত গুলো কাগজ পত্র করিল বাহির,
সাক্ষর করিয়া দিলো যাহা ছিল সব
নিজের দলীয় নেতা কর্মীর নামে বেনামে
কাজ না করিয়া টাকা লুট করিবার
যত আছে টেন্ডারের সকল নিজেদের হাতে বানানো ফাইল!

সাক্ষ্য প্রমান সহ যখন জনতার হাতে ধরা পরে
অসৎ কর্ম কাজে দলীয় নেতাকর্মী,
সাংবাদিক এসে জিজ্ঞাস করিলে বলেন তিনি
যার কাজ সে করেছে আমি তার দায় নিব কি!
তদন্ত করিয়া অবশ্যই সাজা দিব
এর চাইতে আর বেশি বলো তোমরা চাও কি?

মন্ত্রী মশাই খাটতে খাটতে প্রায় শেষ
কাজ যত করে তার বেশি বলে মিথ্যা কথা,
চুরি করে তার চেয়েও আরো দশ গুণ বেশি
সত্য কথা বলতে গেলেই বুকে শুরু হয় ব্যথা,
ব্যাংক,শেয়ার বাজার,গরীবের টাকা সহ
এমন কোন কিছুই সে রাখে না যে আর বাকী,
তখন নিজ দলের লোকেরা বলিল-
বাহবা বাহবা বাহবা বেশ মন্ত্রী!

মন্ত্রী মশাই একদা সংবাদ সম্মেলনে
দুর্নীতির দায়ে এক নেতাকে দেয় গালি,
পরক্ষণে নেতা আসিয়া গলাটি তাহার
একটু জোরে টিপিয়া ধরিল খালি,
মন্ত্রী বলিল আহা-আহা! কর কি, কর কি! ছাড়ো না এবার ভাই
কি হবে এই দেশও জনতার
গলাটিপুনিতে আমি যদি মারা যাই? 
বলো আমায় কি করিতে হবে-
যা বলিবে তুমি আমি করিবো তাহা
তখন নেতা উঠিয়া বলিল
বাহবা মন্ত্রী মশাই বাহবা বাহবা বাহা!

মন্ত্রী মশাই বাড়ির হত না বেশি বাহির
কোথায় কখন কি দুর্ঘটনা ঘটে কি জানি,
ক্ষুধার জ্বালায় অভাবের তাড়নায় গরিবেরা কখন
উল্টাইয়া দেয় নাকি তাহার গাড়িখানি।

ক্ষমতায় থাকিয়া এই ভাবেই কাটিয়ে দিতে চায় মন্ত্রী মশাই
শুয়ে বসে আরাম আয়েশে তাহার বাকী জীবন,
মাঝে মাঝে দু’একটা কড়া ভাষণ দিয়ে
টিকিয়ে রাখেন তিনি নিজ ক্ষমতার আসন!!

0.00 avg. rating (0% score) - 0 votes