মায়ের শোক

মায়ের শোক
-জিহাদ আমিন

খুকি তুই মায়ের কাছে আজও আসমানের চাঁদ
শিশুকালে হাঁটতে যখন বাড়িয়ে দিতাম হাত,
কান্না করলে সব কাজ ফেলে বুকে নিতাম জড়িয়ে
আসবিনা খুকি তুই,মা যে তোর অপেক্ষায় রয়েছি পথ চেয়ে?

ছোট্ট খুকিটি গত হয়েছে সেই কবে
দিনে দিনে ভুলতে বসেছে যেন সবে,
মায়ের কান্নার শেষ হয়না তবুও
অশ্রু ঝরে সারাক্ষণ আদরের খুকির শোকে।

খাওয়া দাওয়া সকল কিছু গেছে যেন ভুলে
এমনি করে দিনে দিনে ধরছে কঠিন রোগে,
জেনেও মা অপেক্ষায় পথ চেয়ে রয়
জানে খুকি আসবেনা আর কোনদিনও ফিরে।

খুকির ঘরখানাও পড়ে রয়েছে ঠিক আগেরি মত
ছিল কত হাসিখুশি খেলতো এখানে কত,
হঠাৎ করে কোথায় তুই হারিয়ে গেলি খুকি
চারপাশে তাকিয়ে থাকি কোথায়ও নাহি দেখি?

চলতি পথে পথের পাশেই খুকির কবর
মনে মনে হয় কত যে কথা খুকির সাথে
খুকি হারানো শোকে মায়ের অন্তর কেঁদে কেঁদে ওঠে
কতদিন হয়েছে গত-নিতে পারেনি খুকির খোঁজ খবর।।

0.00 avg. rating (0% score) - 0 votes