বিরহ আত্মচিৎকার
-জিহাদ আমিন
জীবনের এই অবেহেলার খেলাঘরে মরতে চাই
কখনো বিরক্ত বোধ,না বলা হৃদয়ের সকল শোক
হাত দু’টি বাড়িয়ে তারে ধরতে যাই
সংগ্রামী জনতার মুক্তির মিছিলে একটুখানি যদি সুখ পাই।
সে আসেনি তোমায় আপন করে নিতে
কখনোই তোমায় অন্তর থেকে ভালোবাসতে
জীবনের এই নরক যন্ত্রণা তারই সৃষ্টি
মরে যাও তার কি আসে যায়,দিবেনা কখনোই দৃষ্টি!
সেদিন প্রবল দমকা হাওয়ার পর ঝরেছিল বৃষ্টি
হয়নি তাতেও মনের কালিমা দূর
কানেতে বাজে বিরহ আত্মচিৎকারে বেদনার সুর,
জীবন করছে আরো বেশি বেশি কলুষিত
নিজ ইচ্ছার স্বার্থের বিনিময়ে করেছে কলঙ্কিত।
কোথাও সুখ নেই, সকল হৃদয়ে চাপা কান্না
কেউ বলে থেমে যা ও জীবন সামনে আর না!
ভাবে এই সুখ কি হয়ে রইবে অমর?
পিছনে দেখার সময় নেই,নেয় না কারোই খবর
সামনে পা দিও অতি সাবধানে একটু পরেই কবর।
উৎসর্গ করেছো সবই শুধু জীবন ছিল বাকি
ছিলোনা কেউই এক সৃষ্টিকর্তা বিনে সাক্ষী,
এই সময় আর কোনদিনও ফিরে আসবেনা
মন পাখিটি আর কখনোই উড়বে না মুক্ত আকাশে
সর্বস্বান্ত হলো জীবন,রক্ত করেছে যখন বেইমানি।
আমিও আজ ভীড় জমাই স্বাধীনতাকামী মানুষের ভীড়ে
কারা যেন দেহ হতে অন্তরটাকে নিয়েছে ছিঁড়ে,
প্রবল চিৎকারে ধ্বনি তুলে বলি মুক্তি চাই মুক্তি চাই
কোথায় আমার অতীত সোনালি জীবন সেথায় ফিরে যাই।।