রেখে গেলাম একটি প্রজাপতি

তোমার জন্যে

রেখে গেলাম একটি প্রজাপতি,

ঘুরিবে সে সূর্যকে সাথে নিয়ে-

দেখিবে তাহার পথে আমার পথ,

আমার চলাচল, আমার যতি।

তোমার জন্যে

রেখে গেলাম একটি ঘাসফড়িং,

উড়িবে সে ঘাসে ঘাসে দিক্বিদিক-

দেখিবে তাহার সাথে আমারে ডাকে

তোমার প্রান্তরের হিরণ্ময় হিং।

তোমার জন্যে

রেখে গেলাম একটি শালিক,

আসিবে সে একদিন তোমার উঠোনে-

দেখিবে তাহার চোখে আমারে তুমি

স্মৃতির জানালা খুললে খানিক।

0.00 avg. rating (0% score) - 0 votes