মানুষ হয়েও কেন বনের হিংস্র পশুর মতো আচরণ করো

মানুষ হয়েও কেন বনের হিংস্র পশুর মতো আচরণ করো,
ধর্মে ধর্মে দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে কি সুখ পাও বলতে পারো?
অন্যের ধর্মকে ধূলিস্যাৎ করে নিজের ধর্মকে প্রতিষ্ঠা
করাই মূল কাজ, তাই তো?
এই জন্য রক্তে ভরাও সুন্দর পৃথিবী- শান্তি ভঙ্গ করো।
মারামারি খুনোখুনি করে ভাবছো পাবে ঈশ্বরের আশীর্বাদ?
ভুল ভাবছো।
পাবে তাঁর অভিশাপ, হ্যাঁ শুধুই অভিশাপ।
এই মারামারি খুনোখুনির খেলা কা’রা খেলে জানো?
বনের হিংস্র পশুরা,
যারা খাদ্যের আশায় হত্যা করে অন্য হিংস্র পশুদের।
রক্তের নেশা তাদের আছে, তাই এসব তাদের মানায়।
কিন্তু মানুষ হয়েও শেষে হাতে বন্দুক রাইফেল ধরে এমন ঘৃণতর কাজে অংশ নাও?
এসবে ভিত্তি করেই ধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছো?
ধর্মের ধ্বজা ওড়াচ্ছ?
নিজের ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করার এত তাগিদ!
একবারও কি দেখেছো
ঐ ধ্বজার গায়ে লেগে আছে কত রক্তের দাগ?
ধর্ম ঈশ্বরের দান।
ধর্ম সর্বদা পবিত্র।
সেই পবিত্রতাকে মুছে দিচ্ছো অপবিত্রতার ছোঁয়ায়।
চোখ কবে খুলবে?
জেগে জেগে ঘুমাচ্ছো
ওদিকে পাপের বোঝা বাড়াচ্ছো।
ভেবো না এসব করে
জীবনের শেষে স্বর্গে যেতে পারবে
পচবে শুধুই নরকের বিষে
এই কথা ঈশ্বরের তা রেখো মনে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৭/১০/২০২৩

0.00 avg. rating (0% score) - 0 votes