বহুরুপী
-জিহাদ আমিন
বহুরুপী মানুষের ভিড়ে
পথ চলি কিছুটা ধীরে ধীরে,
নিষ্ঠুর এই ধরণীর তরে আমি অসহায়
অনাকাঙ্ক্ষিত বিলাসিতায় বাঁচা বড়ই দায়।
আমি চাইনি তো বেশি কিছুই
বাঁচিবার মত করে এই জীবন ছাড়া
কথার ব্যাথায় প্রতিনিয়ত প্রতিক্ষণ হৃদয়ে নাড়ে কড়া
সহ্য ধৈর্য্যের মাঝেও বারে বার হই দিশেহারা।
জানতে ইচ্ছে করে আমার ওরা যে কারা
যাহারা পেয়েছে সব,শুনেছে পাখিদের কলরব
গ্রাম গঞ্জের চারিদিকে সবুজ আর সবুজ
ভেবেছিলাম তাহার মানুষগুলো হবে কতইনা অবুঝ!
ভুল করেছি ফুলের মায়ায় ভুলকে ভালোবেসে
যন্ত্রণাকে আমি আপন করেছি দু’ঠোঁটের কোনে হাসি রেখে,
দু’চােখের কান্নার জলকে বলি তুমি আর কেঁদোনা
এই জীবন,পৃথিবী,পৃথিবীর সবইতো তোমার জন্য পরীক্ষা।।