একটি ধ্রুবতারার সন্ধানে





















একটি ধ্রুবতারার সন্ধানে 
                - বলরাম সরকার 

নিশীথে নির্জনে
চেয়ে দূর গগনে
খুঁজে বেড়াই আমি একটি ধ্রুবতারা ;
যার  ‘স্থির’ তায়
দিশা খুঁজে পায়
সাগরে যে নাবিক হয়েছে দিশাহারা।
এই  ভেবে মনে
চাঁদের  কিরণে
খোঁজার পথ হবে সহজ ও পরিষ্কার ;
না পেয়ে  তারে
আকাশ   জুড়ে
নিলাম বেছে গভীর রাতের আঁধার।

রাতের আকাশ আরও বড় 
হয়েছে  আরও  গভীর তর
লক্ষ   তারা  নিয়ে !
নির্জনে বসে প্রান্তরে
দেখি  আপন অন্তরে
আকাশ পানে চেয়ে-

কিন্তু হায়! কোথাও নাই 
পরম সেই স্থির জ্যোতি
যার শিখায়, এ মন চায়
দিতে নিজেকে আহুতি।

0.00 avg. rating (0% score) - 0 votes