আবারো অপেক্ষা
-জিহাদ আমিন
দিন যত ঘনিয়ে আসছে কষ্ট ততই বাড়ছে
কে যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে
আমি তাকিয়ে দেখি আমার চারপাশে
কে এত মায়াবী মধুর সুরে আমায় ডাকে
আমি তো কাউকেই দেখতে পাইনি
খুঁজে পাওয়ার আশায় নির্ঘুম আমার দু’চোখের চাউনি।
এত সুখ এত প্রেম ভালোবাসায় অনুভব হয় শূন্যতায়
মৃত্যুর সাথে সমাপ্তি ঘটে না তার সকল পূর্ণতায়,
হাজার হাজার বছর ধরে আবারো অপেক্ষা
হবেই ফিরে আবার দেখা,রইবোনা সেইদিন আর আমি একা
মন পাখিটা তখন উড়বে সুখের হাওয়ায়
হয়না শেষ সবকিছুর এই জগতের জানাজায়
আমি আছি থাকবো আবার দেখা পাওয়ার আশায়।
হে প্রভু আমাকে তুমি আরো ধৈর্য বাড়িয়ে দাও
সকল কিছু সুখ দুঃখ যন্ত্রণা যেন আমার সহ্যের ভিতরেই থাকে
তোমার প্রেমে মগ্ন আমি গভীর কোন রাতে,
দু’চোখ বেয়ে ঝরছে অশ্রু হৃদয়ে খুশির হাওয়া
আমায় পবিত্র করে দাও এইটুকুই আমার চাওয়া
আমি যেন এমনি করে এখানেই থেমে না যাই
প্রতিনিয়ত তোমার দরজায় থাকে যেন আমার আসা যাওয়া।