হিংসার গন্ধ
-জিহাদ আমিন
এই শহরের সব সুখের দরজা আজ বন্ধ
শ্বাস নিবো প্রাণ ভরে
সেখানেও পাই আমি হিংসার গন্ধ,
আমি জানিনাি,আমি বুঝিনা
ওরা কিসে কিসে কিসে…পায় এত এত আনন্দ?
কানাদের বসবাস,কানাদের সংসার
সব মিলে মিশে একাকার
শুকিয়ে গেছে সবকিছু মরুভূমি সাহারার
নিরবে সহ্য করি তৃষ্ণার্তদের হাহাকার।
চোখ মেলে তাকালেই
সব দেখি অকালেই
চোখ থাকিতেও ওরা অন্ধ!
আহা..কোথায় কোথায় বলি কোথায় আনন্দ?
ভালোবাসার ছড়াছড়ি
মুখের খাবার নিয়ে কাড়াকাড়ি
আমি কি দরদী?তুমি কি দরদী?
সব সম্পর্ক শেষ,এইবার হবে ছাড়াছাড়ি।।