এই বুঝি তুমি এলে
-জিহাদ আমিন
যদি এই দেখাই শেষ দেখা হয়
জানিনা চির দিনের জন্য বিদায়ের ব্যথা কারে কয়,
কথা দাও তুমি ফিরে আসবে
আমাকে আগের মত করে ফির ভালোবাসবে,
তুমি ছাড়া ওগো তুমি ছাড়া
কি করে পার করিবো আমি এত বড় জীবন
ওগো শুনো তুমিইতো এই পৃথিবীতে আমার সবচেয়ে বেশি আপন।
দেখো পুরো শরীর আমার কেন জানি শীতল হয়ে আসছে
দেখো দেখো খোকা খুকু কেমন করে কাঁদছে
ওরা কারে বাবা বলে ডাকবে
কে ওদের আদর সোহাগ দিয়ে মাথায় নিয়ে খেলবে
বলোনা তুমি শুধু একবার বলো তুমি আবার ফিরে আসবে?
জানি এই যাওয়া এত সহজ নয়
প্রতিটি পদে পদে ভয়ানক বিপদ থাকে প্রাণ হারানোর ভয়,
তোমায় যেতে দিতে মন নাহি চায়
দূরের কোন এক পথের ছায়া এসে তোমার ছায়া হারায়।
দিন মাস কত যে বছর পার হয়ে গেলো তুমি ফিরে আসলেনা
খোকা খুকি বড় হয়েছে দু’নয়নে দেখলেনা,
তোমার অপেক্ষায় থেকে থেকে চোখে এখন আমি ঝাপসা দেখি
তবুও ধৈর্য ধরি ফিরে আসবে কোন একদিন আমার প্রাণের পাখি।
কাকিমা কাকিমা কাকা ফিরে এসেছে
কারা যেন ওনাকে নিয়ে এসেছে,পরনে সাদা কাপড়,
আমি আর সামনে এগোতে পারছিনা
বাবারা তোমরা আমায় একটু ধরো তোমাদের কাকার কাছে নিয়ে চলো,
ওগো এই বুঝি তুমি এলে
কথা দিয়ে সেই কথা ঠিকই তুমি রাখলে,
তোমায় ছাড়া কি নিয়ে আমি বাঁচবো
বলো কার মুখের দিকে তাকিয়ে সন্তানেরা আমরা হাসবো?
আমায়ও যে তোমার সঙ্গে নিয়ে চলো
জীবনের সুখ স্বপ্ন অপেক্ষা সবইতো আমার শেষ হলো
ওগো শুনছো তুমি শুনছো আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো।।