কণ্ঠরোধ
-জিহাদ আমিন
কণ্ঠরোধ করিতে যতোই চালাও ধরপাকড়
শরীরে জড়িয়েছে ওরা সাদা কাফন
মৃত্যুকে ও ওরা আজ আর করেনা ভয়
দেয়ালে ঠেকে গেছে পিঠ,হয় মৃত্যু নয় বাঁচার মত জীবন
হবে হবেই একদিন এই স্বাধীন ভূমিতে সত্যের বিজয়।
ভুলে যা আজকে সকল অতীত পিছুটান
চল চল চল চলরে মানবতার মুক্তির যুদ্ধে
দেখিবো মোরা কে আসে আমাদের রুখতে
বিজয়ের প্রতীক উড়াতে মোদের সঙ্গী হতে করে যাই আহ্বান।
দেখিতে পারিনা সন্তান হারা মায়ের কান্না
বিধবা বোনের আত্মচিৎকারে বলে ওঠে অনেক হয়েছে আর না,
ফিরিয়ে দাও আমার সন্তানের পিতৃত্বের অধিকার
ওরা যে স্বাধীন ভূমিতে রাখে স্বাধীন ভাবে বাঁচার অধিকার,
কেন কেড়ে নিলি অবুঝ শিশু,অবলা নারী,মায়ের কোলের সুখ?
গুম খুন হত্যা করে ক্ষমতার লোভে রক্তে ভাসিয়েছো কতনা বুক।
প্রতিশোধ নয় বিপ্লবী জন প্রতিরোধ গড়ে তুলতে হবে
অত্যাচারিদের চিরস্থায়ী ঠাঁই কখন কোথায় হয়েছে কবে?
এই ধরণীর তরে সকলি মোরা এক স্রষ্টার সৃষ্টি
এখানে কেউ প্রভু নই,সকলি তো ভাই ভাই
বলি মোরা রক্তের খেলা প্রাণ কেড়ে নেওয়া যুদ্ধ নয় শান্তি চাই।।