বিষের মধু

বিষের মধু
-জিহাদ আমিন

তুমি বলেছিলে আমায় সকল কথা রাখবে
আমার দুঃখে হবে দুঃখী,আমার সুখে হাসবে,
আমি কখনো কোনদিনই আমার বাঁধনে বন্দি রাখতে চাইনি
বাঁচবে তুমি তোমার মনের মত স্বাধীন ভাবে
হাসবে খেলবে গাইবে রাঙ্গিয়ে তুলবে নিজেকে রঙ্গিন সাজে
তাহাই তুমি করবে,মন বসবে তোমার যেমন কাজে।

তুমি নিজ থেকেই মায়ার বাঁধনে আবদ্ধ হতে চেয়েছো
জয়ী হয়েছো নিজেই,করেছো আমায় পরাজিত
বার বার মেজাজ হয়েছে ক্ষিপ্ত,করেছি তারে শান্ত
আমার রক্ত পানির মত, হারিয়েছে তাহার লাল রং
ক্ষুরধার জবানে ধীরে ধীরে ধরিয়াছে জং
জীবনের গতিধারা প্রবাহ সকল কিছুরই হয়েছে পরিবর্তন।

তুমি উড়তে চেয়েছো আমি বাঁধা দিইনি
পড়েছো ধপাস করে একদম নিচে ভেঙ্গেছো ডানা
তাহা আগে থেকেই মনে মনে আমার ছিল জানা
সব পাখিরা তো চাইলেই আর উড়তে পারেনা
কুকিলের সুর কাকের গলায় তেমন একটা মানায় না।

মৌমাছিরাও যে ভালো ফুলের জাত চেনে
নিজেকে মাতোয়ারা করে তোলে তাহার ঘ্রাণে ঘ্রাণে
বিষাক্ত মধু দাম দিয়ে কে নিবে কিনে?
মধু বিষ দু’টোই মিশে আছে একই ঠোঁটে
প্রতিটি কথা নিঃশ্বাস বুকে তীরের মত এসে বিঁধে
বলি মধু চাই না আর,এক পেয়ালা বিষ দাও ঢেলে
যদি এইবার বিষাক্ত নিঃশ্বাস বিশ্বাস হতে মুক্তি মিলে তাহা গিলে।।

0.00 avg. rating (0% score) - 0 votes