পুরুষ

পুরুষ
-জিহাদ আমিন

পুরুষেরও লজ্জা আছে,আছে মান সম্মান
অথচ কারো কারো মুখে বলতে শুনি
পুরুষরা নাকি বেহায়া নিলজ্জ বেইমান!
কে দিবে নারীরে এমন মধুর সম্মান পুরুষ বিনে?
নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়ে খেটে খেটে মরে দিন রাত,
ফোটাতে পরিবার পরিজনের মুখে হাসি
প্রয়োজনে পড়লে পড়ুক গলায় ফাঁসি
দরকার হলে এই পৃথিবীর সাথে একাই যুদ্ধ করতে রাজি
অবশেষে হাসি মুখে বলবে আমি তোমাদের ভালোবাসি।

হ্যাঁ এটা হয়তো বলতে পারো পুুরুষদের হৃদয় নেই ওরা হৃদয়হীন
ওরা অতি সহজে কারো মন বুঝেনা
পুরুষ এমনও হয়,পরের জন্যই রয় ব্যস্ত কখনো নিজের সুখ খোঁজেনা,
পুরুষ জানে সবাইকে ভালো রাখতে গেলে
খুশি রাখতে চাইলে নিজের জন্য যে ভাবা যায়না
সবার আড়াল করে রাখে পুরুষ নিজের সকল দেনা পাওনা।

শুনেছি পুরুষ নাকি কাঁদতে জানেনা ওরা ভীষণ পাষাণ
বলবো এখানেই আপনার সব চেয়ে বড় ব্যর্থতা
পুরুষের হাসির আড়ালের কান্না আপনি কি কখনো দেখতে পান?
জানি সেটা হয়তো আপনারা দেখবেন না
দেখতে গেলেও যে চোখের প্রয়োজন হয়
এমন চোখ এই পৃথিবীর বুকে কয় জনেরই’বা থাকে
থাকলে কি আর কেউ অন্যের দুঃখ কষ্ট দেখেও হাসে!

পুরুষ নিজেকে সাজিয়ে তোলে কখনো কৃষান
রোদ ঝড় বৃষ্টি যেন হয়ে যায় তাহার আপনজন
দেহের ঘাম মাটিতে ফেলে ঘরে তুলে আনে সোনালি ধান,
কখনো বা সাজে জেলে,জল সমুদ্র নদীর ঢেউয়ের সাথে সে খেলে
জীবন বাজি রেখে পরিবারের জন্য দু’বেলা দু’মুঠো খাবার জোগান।

পুরুষের শরীরের চামড়া নাকি গণ্ডারের
কারো কোন কথা ব্যথাই তার গায়ে লাগেনা
লজ্জা শরম কোন কিছুরই সে ধার ধারেনা!
পুরুষ পারেনা হাসতে,না পারে সে কাঁদতে
যাক তাহার সকল মান সম্মান ইজ্জত ধুলোয় মিশে
কে কি বললো,কে করিলো তারে অপমান,তাতে তার কি যায় আসে,
দেখতে পারবোনা তবুও নিজের দুই চোখ দিয়ে
পরিবার সন্তান প্রিয়জনের ক্ষুধার্ত মুখ,প্রাণ থাকিতে দেহে।।

0.00 avg. rating (0% score) - 0 votes