আমার পৃথিবী

আমার পৃথিবী
-জিহাদ আমিন

জন্মের পর তখনও হয়নি আমার হুশ জ্ঞান
মা আমায় বুকের পাঁজরে আগলে রেখে বলেছিলো-
আমার সন্তান সকল সুখের বুকের ধন
আমার সোনা মানিক ও আমার প্রাণ।

রোজ প্রতিদিন নেই’তো এমন কোন দিন
হতোনা এমন-মা তুমি লইতেনা আমার খবর,
কেমন আছিস খোকা,কখনো ভাবিসনে তুই নিজেকে একা
মায়ের দোয়া সারাক্ষণ তোর সাথেই আছে
সোনা মানিক আমার খেয়ে নিস সময় মত খাবার।

মাগো তুমিইতো ছিলে আমার পৃথিবী
তোমার আদর মমতার ছোঁয়ায় বেঁচে ছিলাম আমি
জানো মা,তুমি ছাড়া জীবন আমার যেন শুকনো মরুভূমি,
মাগো মা,ওগো মা,ও আমার মা
তোমার সাথে অন্য কারো মাগো হয়না’তো তুলনা।

কেউ ডাকে না মা তোমার মতো এতো মধুর সুরে
কেন চলে গেলে’গো মা তুমি দূর বহু দূরে?
সকাল দুপুর পেরিয়ে সন্ধা নামে,আসোনি তো ফিরে
আমার সকল সুখ স্বপ্ন সাজানো ছিল মাগো তোমায় ঘিরে
ওগো মাবুদ নূরের প্রদীপ জ্বালিয়ে দিও আমার মায়ের কবরে।।

0.00 avg. rating (0% score) - 0 votes