স্বার্থ হাসিল

স্বার্থ হাসিল
-জিহাদ আমিন

কথায় কাজে সবার এক না হলে
এই ভুবন চলবে কেমন করে
সূর্যের হাসি ফুটবে কি’গো প্রতিদিন এক নতুন ভোরে?
সত্য ন্যায়ের পথে ওরা কে দৌড়াবে
অন্ধকারের পথ ছাড়িয়ে আলোর পথে কে ফেরাবে?

জীবন পথের মাঝি যদি হয়’গো দিশেহারা
তার পিছন পিছনে ছুটে চলবে যারা
দেহেতে থাকিতেও প্রাণ,নিজের কাছেই তারা যাবে মারা,
নিজের সকল কর্মের মাশুল দিতে গিয়ে
ভুলগুলো শুধুই তাহার পিছন পিছনে করবে তাড়া।

এই জগতে বাঁচতে হলে চলতে গেলে
চোখ কান দু’টোই রাখতে হবে খোলা
দুষ্ট লোকের মিষ্টি কথায় হওয়া যাবেনা মনভোলা,
নিজের বেলায় ওরা বুঝে নিবে ঠিকই ষোল-আনা
অন্যের জীবন নিজের হাতে নিয়ে করে শুধুই খেলা।

দেখ দেখ অন্যদের দেখে দেখে এইবার কিছু শেখো
জীবন বাজি রেখে চলেতে গিয়ে ওদের পিছু
সারাটা দিনেও পেটে ভাত জোটেনি’তো এক বেলা,
তোমায় দিয়ে স্বার্থ হাসিল করে নিবে ঠিকই
প্রয়োজন ফুরিয়ে গেলেই পাবে শুুধুই অবহেলা।।

0.00 avg. rating (0% score) - 0 votes