আমার গুরু

আমার গুরু
-জিহাদ আমিন

অন্ধাকারে ঢেকে ছিল এই পৃথিবী
অন্যায় অত্যাচারে ডুবে ছিল দুনিয়াদারি,
ধন সম্পত্তি জনবলের জোরে
দেখাইতো সবাই নিজেদের ক্ষমতার বাহাদুরি।

পশু পাখি চন্দ্র সূর্য গ্রহ তাঁরা
নিজেদের বানানো মূর্তি পূজায় মত্ত ছিল ওরা,
বুঝতোনা কেউ কোনটা ভালো কোনটা মন্দ
ছিল সবাই যেনো পথহারা,
আরাম আয়েশের জীবন পেয়ে
মহান সৃষ্টিকর্তাকে গেল তারা সবাই ভুলে।

নারী জাতিকে রাখতো ওরা দাসীর মত করে
যিনা ব্যভিচারে লিপ্ত ছিল লজ্জা শরম ভুলে,
অবাধ ভাবে হত্যা হত কন্যা শিশু
মানুষ নামের চেহারাতে ওরা ছিল যেন পশু।

আরবের জমিনে মরুর বুকে আগমন করল
একটি রহমতের ছায়া,
ঝগড়া বিবাদ ভুলে পাপাচারে লিপ্ত ছিল যারা
অনুতপ্ত হয়ে তাদের বিবেক গেল খুলে
মানুষের প্রতি মানুষের সৃষ্টি হল মায়া।

উম্মত কে তিনি দেখিয়েছিলেন আলোর পথ
সত্য কথা বলে সত্যের পথে চলতে
যিনি করিয়েছিলেন শপথ,
সব শিক্ষকদের শিক্ষক হলেন যিনি
এই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী তিনি,আমার গুরু হযরত মুহাম্মদ।।

0.00 avg. rating (0% score) - 0 votes