ভোরের পাখি

ভোরের পাখি
-জিহাদ আমিন

এই পথে মসজিদে যাও তুমি ও নামাজী
তোমার পায়ের শব্দ শুনে আমি জেগে উঠি
ওই তো ডাকছে মুয়াজ্জিন
নিজেকে কেমন করে ঘরে বেধে রাখি।

বলি মন জলদি করো,এবার খোল দু’টি আঁখি
চারিদিকে ডাকছে ভোরের পাখি
আল্লাহ নামের জিকিরে মশগুল
এই ধরণীর সকল তরুলতা গাছ-গাছালি,
ভোরের আলোর আগে আঁধারে আঁধার কালো
পড় নামাজ অন্তরে ঈমানের আলো জ্বালো,
এই দুনিয়ায় এসেছো তুমি শূন্য হাতে
নেক আমল দ্বারা তাহারে পূর্ণ করো।

যার সাথে ফিরে আবার হবে সাক্ষাত
যার নাম জপে মন তুমি করবে ইবাদত,
কর্ম শুরু করার আগে ধর্ম করো পূর্ণ
এক জীবনের সকল কিছু হোক,আল্লাহকে খুশি করার জন্য।।

0.00 avg. rating (0% score) - 0 votes