বন্দি খাঁচায়

বন্দি খাঁচায়
-জিহাদ আমিন

এই শহরে প্রাণ আছে,ভালোবাসা নেই
প্রতি রাতেই শুনতে পাই বিরহিত প্রাণের কান্না
মন প্রতিনিয়তই বলতে থাকে
চলে যাও এই শহর ছেড়ে,অনেক তো হলো আর না।

এখানে বাস করতে এসে হারাইয়াছে অনেক প্রিয়জন
এমনও হয়েছে অনেকের কাছে থেকে শেষ বিদায়টাও নেওয়া হয় নাই,
ছিল কত পথ চেয়ে অপেক্ষায় এক নজর দেখায় আশায়
ছটফট করছিল প্রাণ আমার বন্দি থেকে খাঁচায়।

কি নেই এখানে বড় বড় অট্টালিকা সুখ বিলাসিতা
আমি তো এইসবের কোনকিছুরই খোঁজে আসি নাই,
এসেছি জীবনও ইজ্জত বাঁচাতে অন্ন বস্ত্রের সন্ধানে
দু’চোখ মেলে একটি বারের জন্যও দেখা হয় নাই সুখ রয়েছে কোনখানে
ক্ষুধা আমার ভীষণ ক্ষুধা,চাল আনতেই যেন নুন ফুরায়।

শুনেছি এই শহরে যার পা পড়েছে একবার
তার আর সহজেই ফিরে যাওয়া হয়না,
যাওয়ার কথা মুখে আনতেই ওপার থেকে ভয় দেখায়
এসো এসো,ফিরে এসে তিরস্কার আর ক্ষুধাকে আলিঙ্গন করো,
অবশেষে কেউ ফিরে এসেছে সাদা কাফনে মুড়িয়ে
ফিরেছে কেউ শেষ সময়ে সাড়ে তিন হাত ঘরে নিজকে অর্পণ করতে।।

0.00 avg. rating (0% score) - 0 votes