পড়ে থাকে মায়া

পড়ে থাকে মায়া
-জিহাদ আমিন

যাহা ছিল সুখ আমার তাই হলো দুঃখ
কাঁদলেও কেউ বুঝতে পারেনা অন্তর হইলো শুষ্ক,
এক জীবনের কেন আসেবে এত এত কঠিন পরীক্ষা?
বাস্তবতার সাথে জীবনের মিল খুঁজে পাই ক্ষাণিকটা
বাকী সবই যেন দূরে,পড়ে থাকে মায়া।

কেউ চলে যায়, কেউবা যাবার জন্য তৈরি
সময় হলে পরে কেউই করতে পারেনা দেরি,
আমি কার জন্য কিসের জন্য এতোটা ভাবি
ও মন আমার কেন এত ভাবনা,তোর আছে কি? তুই কি পাবি?
পড়ে থাকবে সবকিছুই,খালি হাতে তুই চলে যাবি।

এমন মায়ার বাঁধনে চিরকাল বেঁধে রাখা যায়না
সবই শূন্য তবুও চলে কাগজ কলমে বায়না,
এই ধরণীতে আর কোনদিন ফিরে হবেনা দেখা
এটাই ছিল আমার কপালের লিখা
যাবার সময় হয়ে গেলে আমি এমনি করে চলে যাবো একা।

আজকের দিনটাও কি শেষ করতে পারবো?
তাও তো নেই আমার ঠিক জানা
হয়তো বেলা ফুরাবার আগেই এই পৃথিবীটা ছাড়বো,
তবুও কতকিছু কত কল্পনায় আমি আঁকি ভাবি
আরো কত কত কি,থাকে নানান দাবি,তার হাতে রেখে চাবি।।

0.00 avg. rating (0% score) - 0 votes