মুক্ত খাঁচা

মুক্ত খাঁচা
-জিহাদ আমিন

এই দুনিয়া এক মুক্ত খাঁচা
এখানে যে যেভাবে পারে নিতে চায় যে মজা,
ভুলে যায় ওরে আমার মন
আমার এই কৃত কর্মের একদিন
সৃষ্টিকর্তা নিবেন হিসাব
ভালো কাজের ভালো ফল মন্দ কাজের জন্যে সাজা।

কে জানে কার কখন এসে যায়
পরপারে যাওয়ার ডাক,
এই পৃথিবীর মাঝে যে এসেছে একবার
তাকেই যে গ্রহন করিতে হবে একদিন মৃত্যুর স্বাদ।

এই দুনিয়া কি মোদের সবকিছু
তবুও তো ঘুরি মোরা মরীচিকার পিছুপিছু,
পিছনে তাকিয়ে দেখ একটি বার
তোমার আগে এসেছিলেন যারাই এই দুনিয়ার মাঝে,
তারাও যে নিতে পারেনি
যাওয়ার কালে কোন কিছুই তাহার সাথে।

এখনো আছে সময় হাতে ওরে আমার মন
মৃত্যুর আগেই একে একে সব খুঁজতে হবে
স্মরণে রাখতে হবে অতীতে কখন কোথায় করেছো কি কবে
করতে হবে তোমায় সঠিক সত্য পথের সন্ধান।।

0.00 avg. rating (0% score) - 0 votes