এতিম আমি
-জিহাদ আমিন
আমার পৃথিবীটা কেন এমন শূন্য শূন্য লাগে
এমন তো হয়নি কোনদিনও আমার আগে,
মা নামের মধুর সুরে মা বলে ডাকবো আমি কারে
মা যে আমার চলে গেছেন-রেখে আমায় এতিম করে।
মা আমায় বলতো বাবা তুই কবে আসবি বাড়ি
বুঝিনি কখনো মা ধরবে আমার সাথে আড়ি,
আমায় দূরে রেখে দিবেন তিনি পরপারে পাড়ি
বিদায় নিবেন চিরদিনের জন্য পড়ে সাদা শাড়ি।
আর বুঝি কোনদিনও হবেনা দেখা মাগো
কোথায় গেলে মা তোমায় খুঁজো পাবো?
কার আঁচলের ছায়ার নিচে ক্লান্ত হয়ে আমি ফিরে যাবো
কার কাছে আর বায়না ধরে আদর ভালোবাসা চাইবো?
মা যে আমার হয়ে গেছেন এখন তোমার মেহমান
করিও আমার মায়েরে প্রভু তুমি নাজাত দান,
দান করিও মাকে তুমি জান্নাতের সকল খুশি
হে প্রভু আমার মায়েরে করিও তুমি জান্নাতবাসী।।