হৃদয়ের দৃষ্টি

হৃদয়ের দৃষ্টি
-জিহাদ আমিন

তোমায় ভেবে ভেবে যা কিছুই গো লিখি আমি
হয়ে যায় সব কবিতা,
জানিনা কেন যে আমার দু’চোখের সামনে সারাক্ষণ
ভেসে ওঠে শুধু তোমার ওই ছবিটা।

বুঝিনা গো আমি প্রিয়া
কি এমন মায়ার বাঁধনে বেঁধেছ তুমি যে আমায়,
তোমায় ভাবা ছাড়া যে
এক মূহুর্তের জন্যও কাটেনা আমার সময়।

ভালোবাসা সে’তো অতি মিষ্টি
যদি পড়ে চোখে চোখ নয় গো হৃয়দও মাঝে হৃদয়ের দৃষ্টি,
যদি থাকে সেইদিনও প্রখর চৈত্রের খরা
আসমান পুড়ে করে চিকচিক রোদের কিরণ নৃত্য ,
দেখিও একবার বাহিরে তাকিয়ে মনে হবে
সে সময়ে চারদিকে হয় গো যেন বৃষ্টি।

এই হৃদয়ও মাঝে আজ আমার
এত প্রেম এত ভালোবাসা
অপূর্ণ জীবন পরিপূর্ণ হল তোমার ভালোবাসার ছোঁয়ায়।।

0.00 avg. rating (0% score) - 0 votes