সভ্যতার নোংরামি

সভ্যতার নোংরামি
-জিহাদ আমিন

কি শুরু হয়েছে আজ দেশটাতে
অসভ্য নারীরা সভ্যতার দোহাই দিয়ে
নগ্ন হয়ে ঘুরে বেড়াতে চায় রাস্তাতে
নোংরা মানসিকতা চিন্তা ছাড়া
অন্য কোন কাজ কাম নাই কি তাদের হাতে?

মানেনা তারা এই দেশের ধর্ম সমাজ
সভ্যতার নামে নোংরামি ছড়ানোই ওদের কাজ
মানুষ হয়েও পশুর মত চলতে চায়
নাই কোন শরম লাজ!

কে দিতে যাবে তাদের বাঁধা
যাদের সারা শরীরে মস্তিষ্কে ভরা নর্দমার কাদা
দোহাই দেয় আরো এমনই নগ্ন অসভ্য ছিল নাকি
ওদের নানী দাদী ও দাদা!!

0.00 avg. rating (0% score) - 0 votes