নিষ্ঠুর নির্মম
-জিহাদ আমিন
আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবে
শরীরের বল শক্তি যে একটা সময় শেষ হয়ে যাবে
সেইদিন কার দরজায় গিয়ে তুমি দাঁড়াবে?
যে দিতো তোমার মুখে খাবার তুলে
গিয়েছো আজ তুমি তাহারেই ভুলে
কত সুখের ঘুম ঘুমিয়েছিলে যাহার কোলে।
ছিলে তুমি সেই ছোট্ট শিশু
কতোইনা অবুঝ ছিলে বুঝতেনা কোনকিছু,
দিনে দিনে যতোই বড় হতে লাগলে
বুঝতে শিখলে যখন সবকিছু
এই যেন এক নিষ্ঠুর নির্মম জীবনের গল্প তিনিও ঘুরেন তোমার পিছু!
যিনি করিয়াছেন এই ধরণীর সৃষ্টি
একটি বার দাও খোলা আকাশের দিকে দৃষ্টি,
যার উছিলায় দেখিয়াছো এই দুনিয়ার মুখ হয়েছে জন্ম
এক ফোঁটা চোখের জলই যথেষ্ট হইতে তোমার ধ্বংস।
এই অধিক চিন্তা অতি ঘোরতর কষ্ট
লালন পালন না করিলে তোমায়
পড়ে থাকতে রাস্তার দ্বারে হইতো জীবন নষ্ট
অবহেলিতদের মতো করে পরের লাথি-উষ্ঠা খেয়ে হইতে পথভ্রষ্ট।
কোথায় এমন আর পেলে তুমি সঠিক পথ
খুঁজে নিয়েছো নিজের জন্য অন্ধকারাছন্ন জগৎ
আর মনে মনে ভাবছো আরেকটু সামনেই উজ্জল ভবিষ্যৎ!
তা হয়তো ক্ষণিকের এই জমকালো ধরণীর জন্য
পারবেনা তুমি কখনোই পারবেনা অনন্তকালের জীবন করিতে ধন্য,
ওইতো দেখতে পাচ্ছি ক্ষয়ে পড়তে যাচ্ছে তোমার সুখের নক্ষত্র
এক ফোঁটা চোখের জলই যথেষ্ট হইতে তোমার ধ্বংস।।