হাতকড়া
-জিহাদ আমিন
এই বাণী গর্জে উঠুক বজ্র কন্ঠে
মিশে যাবে আসমান জমিন একই প্রান্তে,
আদেশ জারি সব কয়টি দরজা বন্ধের
হাজির করো হুকুম হয়েছে মৃত্যু দণ্ডের।
যা হবার হোক এই সংগ্রামে
কতজন জেনে বুঝে মন ভাঙ্গে,
দেখা হবে ফিরে আবার সেই একই পথে
হিসেব ঠিকই বুঝে নিবো ঘটেছিল যাহা অতীতে।
গহীন অন্তরের বিষাদ তিক্ত অশ্রুধারা
নিদ্রা বিহীন রাত্রি দেয় পাহারা,
বুঝেনা যারে বিরহী মন তবুও দিশেহারা
আবেগ বন্দি-বিবেক পড়িয়েছে হাতকড়া।।