অদৃশ্য অনাদর

অদৃশ্য অনাদর
-জিহাদ আমিন

হৃদয়ের অদৃশ্য অনাদর বুঝে সেও প্রেমের কদর
আমি শেষ হয়ে যাই ঢেকে দাও দিয়ে মায়ার চাদর
হাওয়ার সাথে যেতে দেওয়া যায়না তোমায়
আমায় আবৃত করে নাও দিয়ে যত আদর।

এই যেন হয়েছে আমার এক বিশাল জীবনের সাথে দেখা
আসমান হতে জমিনে যায়না কোন কিছুই দেখা
কোথায় তুমি আমি যে বড়ই একা
বন্দি আমি আমার চারপাশ এঁকেছে সীমানা রেখা।

স্রষ্টার সকল সৃষ্টির মাঝে রয়েছি তুমিও আমি
এই জমিনে ছড়িয়ে পড়েছে আবেগ ভালোবাসা
দেখে সবাই প্রিয়জনাকে পাওয়ার আশা
শেষ হয়ে যাবে জেনেও তবুও রাখে স্রষ্টার উপর ভরসা।

যু্দ্ধ হতে পারে মহা যুদ্ধ
এক প্রেমের কারনে ডেকে এনোনা এই ধরণীর ধ্বংস
ওরা কি জানেনা ভালোবাসার শক্তির ক্ষমতা
এখানে দাঁড়িয়ে লাশের উপর স্বাধীন করেছে দেশ জনতা।

হতে পারি আমিও এই যুদ্ধে পরাজিত সৈনিক
তোমার প্রেমে মৃত্যু হয়েছে আমার দৈনিক
নাবিক হারিয়ে তাহার সঠিক গন্তব্যের পথ
তবুও ভয় নেই পাড়ি দিতে হবেই যতোই আসুক সামনে কঠিন বিপদ।

এই জীবন যেন আমার হয়েছে মৃত্যুর আরেক নাম
স্বেচ্ছায় করছে কত জীবিত প্রাণ কারাবরণ
জানে পাবেনা ফিরে কোনদিনও কিছু সুখ স্মৃতি জীবন যৌবন
হৃদয়ের অদৃশ্য অনাদর বুঝে সেও প্রেমের কদর।।

0.00 avg. rating (0% score) - 0 votes