ভুলে ভরা জীবন

ভুলে ভরা জীবন
-জিহাদ আমিন

ভুলে ভরা এই জীবনটাকে শুধরাতে হবে
এসো কেউ একজন এগিয়ে আশার আলো দেখাও
নয়’তো হতে পারে যাবো পাপের অতল গভীরে হারিয়ে।

রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতেই হবে
একদিন আমাকেও তো মরতে হবে
কি নিয়ে যাবো আমি কবরে?

দেখেও দেখিনা আগে পিছে ভালো মন্দ
দু’টি চোখ থাকিতেও যেন মোরা অন্ধ
যত আছে পাপ কাজ সেখানেই খুঁজি আনন্দ!

যেই সুখে লুকিয়ে আছে ধ্বংস
কোন জাত তোমার,কি তোমার বংশ?
হারামে আরাম পেতে ভুলে রই নিজের ধর্ম!!

0.00 avg. rating (0% score) - 0 votes