নিস্তব্ধ
-জিহাদ আমিন
তোমাদের ব্যস্ততার শহরে আমি বড়ই নিঃস্ব
আমি ছাড়া কেউ নেই দেখিবার এমন দৃশ্য।
এই কেমন ব্যস্ততা জীবনের
যেখানে হারিয়ে সব
এখানে নিশ্চুপ নিস্তব্ধ
শুনা যায়না কোথাও পাখিদের কলরব।
পেতে গিয়েই সবকিছু হারিয়েছে
কখনো মিথ্যে মরীচিকার পিছে হাত বাড়িয়েছে
সকল বাধা প্রতিবন্ধকতা সামনে এসে দাঁড়িয়েছে
ওরা আমার দূর দূর করে তাড়িয়েছে।
সমুদ্রের মায়াবী প্রবাল স্রোত আমায় পারেনি করতে মুগ্ধ
এখানে চলে নিজের সঙ্গে জীবনের যুদ্ধ
অন্তর চক্ষু খুঁজিয়া বেড়ায় কোথায় হইবে পবিত্র।
ব্যর্থ আমি মূল্যহীন আমার এই জগৎ
পরাজিত নিজের কাছে
নাই কোনই কিনার পথ
সাফল্যের সিঁড়ি সামনে বিশ্বাস করেনা দু’চোখ।
আমি যেন এক বন্দি খাঁচার পাখি
দূর আকাশের পানে তাকিয়ে রয় আমার দু’টি আঁখি।।