শত সহস্র ভালোবাসা নিও প্রিয়
নিও আকাশের একরাশ নীল।
বকুলের সবটুকু সুবাস দিলাম তোমায়
বিনিময়ে ভোর বেলাতে রোদের সাথে
একটুখানি স্নিগ্ধতা এনে দিও।
কাশফুলেদের সমস্ত কোমলতা নিও,
নিও টুকটুকে গোলাপের সবটুকু লাল,
পূর্ণ চাঁদের পুরোটা জোৎস্না তোমার,
বিনিময়ে বিকেল বেলায় চায়ের কাপে
মুচকি হাসির তৃপ্তি এনে দিও।
শত সহস্র ভালোবাসা নিও প্রিয়।