কভু যদি মান ভাঙে, মনে টান লাগে
তবে ফিরে এসো।
ফিরে এসো সেই চিরচেনা ছোট্ট সবুজ গাঁয়,
যে গাঁয়ের মেঠোপথে আমাদের পদাঙ্ক আছে,
বাতাসে মিশে আছে একসাথে গাওয়া গান,
প্রাণের উচ্ছলতা যেথায় দিগন্ত জোড়া মাঠে,
আছে তারুণ্য মোদের একসাথে পড়া পাঠে।
ভলোবাসা ছড়ানো যেখানে শিমুল বটের শাখায় ,
যদি মান ভাঙে, ফিরে এসো আমার ছোট সে গাঁয়।
যদি ভুলে যাও রাগ, ক্ষোভ আছে যত
ফিরে এসো, আমি তোমার অপেক্ষারত।
হয়তো ধুসর ধুলো উড়িয়ে হাঁটবো আবার,
শিশির ভেজা মাঠে আঁকবো পায়ের ছাপ।
একসাথে আবার দুরন্ত হবো, হৃদয় রাঙাবো
কিনারে বসে দেখবো ইছামতি চলেছে বয়ে,
প্রচন্ড উৎসাহে জোৎসনা মাখাবো গায়ে,
যাবো তেপান্তরে, যেথায় আকাশ পড়েছে ভেঙে।
এতো আবদার ফেলে থাকবে কি অভিমান নিয়ে?